• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

থানায় মামলা হলেও আসামী গ্রেফতার নেই, কুষ্টিয়ায় সাংবাদিকের গাছ কেটে বহাল তবিয়তে দূর্বৃত্তরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২৩

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি: 
কুষ্টিয়া শহরতলী ১৬ নং পৌর ওয়ার্ডে বাড়াদী গ্রামে সাংবাদিকের বাগান কেটে লুট করা হলেও পুলিশ গত তিন দিনেও কোন আসামীকে আটক করতে পারেনি। বাগানের ২ লাখ টাকা লুট করে ক্ষতি করা হয়েছে বলে কুষ্টিয়া মডেল থানায় সাংবাদিক ২ জনের নাম উল্লেখ করে আরো ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন। মামলা নং ৩৭, তারিখ ২১/০৭/২৩। বাগানের ক্ষতি দেখে এলাকার মানুষ দুঃখ প্রকাশ করলেও দূর্বৃত্তরা প্রকাশে ঘুড়াঘুড়ি করে বাহুবা নিচ্ছেন।
উল্লেখ্য, কুষ্টিয়ায় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের জমির উপর লাগান মূল্যবান ফলজ, বনজবৃক্ষ, শাকসব্জি বাগান কেটে ফেলেছে এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী দূবৃর্ত্তরা। শুধু ওই সমস্ত মূল্যবান বাগান ধ্বংশ করেই ক্ষ্যান্ত হয়নি তারা ৫ ফুট উচু ২’শ ফুট ষ্টিল তারের নেট খুলে নিয়ে গেছে সেই সাথে টিউবওয়েল খুলে নিয়ে পালিয়ে যায়। যাবার সময় সীমানা পিলার ও সিমেন্টের খুটি ভাংচুরসহ বাগানের মধ্যে রাখা ইট লাইলনের নেট নিয়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমান ২ লাখ টাকার উপরে। এ ব্যাপারে নজরুল ইসলাম মুকুল কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিক নজজরুল ইসলাম মুকুল জানায়, তার বাড়ীর পাশে কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বাড়াদী গ্রামের মধ্যপাড়ায় ৭শতক জমি জেলা প্রশাসন থেকে ১৯৮৪ সালে লীজ নিয়ে এ যাবত ভোগ দখলে আছে। এর মধ্যে চলতি বছরে মার্চ মাসের দিকে ওই জমির পাশে প্রায় ৩ কাঠা জমি খরিদ করে ভোগ দখল করছে। এই জমির উপর আম, কাঠাল, আমড়া, বেল, করমচা, পেঁপে গাছ লাগিয়েছে। এ ছাড়া লাউ, চাল কুমড়া, ঝিঙা, বেগুনসহ শাকসব্জি রোপন করে আসছে। যাতে এই বাগান করে ফসল জন্মাতে না পারে হিংসায় জ¦লে উঠে জমির পাশের বাড়ীর পরিবার। শুরু করে নানা প্রকারের ক্ষতি করার। ছাগল দিয়ে ওই সব গাছগাছালি খাইয়ে দেয়া শুরু করে। এক পর্যায় সাংবাদিক তাদেরকে বহুবার শর্তক করে তাতে কাজ হয়না। ১৯ জুলাই সকাল ৯টার দিকে সাংবাদিকের ছেলে ও ছেলের স্ত্রীকে বাগান থেকে শব্জি আনতে গেলে আমেনা ও তার ছোট বোন আয়েশা তাদেরকে হত্যার হুমকীসহ নানা প্রকারের ক্ষতির হুমকী দেয়। এ ব্যাপারে গত ১৯ জুলাই কুষ্টিয়া মডেল থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়। থানা থেকে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে যায় এবং তার প্রমানও পান। এতে করে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং এলাকার প্রভাবশালী সন্ত্রাসীদের সহযোগীতায় ২১ জুলাই ভোরে তার জমির উপর থাকা সমস্ত গাছগাছালি, শব্জিবাগানসহ সব কিছু কেটে লুট করে নিয়ে যায়।
মডেল থানার ওসি আশিকুর রহমান বলেন, আসামী গ্রেফতার হবেই। কারোর তদবির আমাকে থামিয়ে রাখতে পারবেনা। কারণ গাছ কাটা আমি কখনোই মেনে নিব না। আমি নির্দেশ দিয়েছি মামলা হয়েছে সেহেতু আসামী গ্রেফতার হবে এবং সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনাও হবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads